পোস্টগুলি

জুন, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

<~HOW FUNNY~> Fact of Russia Football World Cup-2018

<~HOW FUNNY~> আ হা রে, এত স্বপ্ন দেখে আর দোয়া করে ভিন্ন দল এবং দলের খেলোয়ারদের নিয়ে আমাদের দেশের আবালদের দল। এই স্বপ্ন ও দোয়া যদি আমাদের দেশের দল ও দলের খেলোয়ারদের জন্য দেখত, তবে দেশ আরও এগিয়ে যেত। যার যে দল বা দলের খেলোয়ারের খেলা ভাল লাগে, সেই দলের বা খেলোয়ারকে সাপোর্ট করব, তাই বলে এত মাতামাতি কিছের জন্য? ফ্যাক্ট : একজন স্ট্যাটাস দিয়েছে, স্বপ্নে দেখলাম মেসি তিন গোল দিয়েছে। ঘুম থেকে উঠেই স্ট্যাটাস লিখলাম। হে আল্লাহ স্বপ্ন যেন সত্যি হয়। মেসি যেন হেট্রিক করে এবং আর্জেন্টিনা যেন জিতে যায়। বিদ্র: যেটা নিয়ে বেশি ভাবা হয়, সেটায় ঘুমের মাঝে স্বপ্ন হয়ে দেখা দেয়।