পোস্টগুলি

জুলাই, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Moner Kotha

 ভবিষ্যৎ চিন্তা দেয়, বতর্মান হাসায় ও কাদায়, আর       অতীত, সে ত সব সময় কষ্ট দেয়।

ফুটবল বিশ্বকাপে আমার ভাল লাগার কথা

ছবি
এ বিশ্বকাপের  সবচেয়ে বেশি শট-২৩ সবচেয়ে বেশি অন-টার্গেট শট-১২ সবচেয়ে বেশি কি-পাস-১৬ সবচেয়ে বেশি ড্রিবলিং-৩৫ সবচেয়ে বেশি ফাউলের শিকার-২৩ যা নেইমারের দখলে!  ব্রাজিল বিরোধিরা বলবে সবই নেইমারের অভিনয়। তার অভিনয়টায় দেখতে পায়। কিন্তু তার ভাঙা অঙ্গ নিয়ে খেলার কৌশলগুলো কারো চোখে পড়ে না। বুটের মাথা দিয়ে পাড়া মারলে, কনুই দিয়ে গুতা মারলে, পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিলে, বুট দিয়ে পায়ে মারলে কতটা ব্যথা লাগে তা যারা ফুটবল খেলে বা খেলেছে, একমাত্র তারাই জানে। ফুটবল খেলাটা একটা আর্ট। পায়ে বল নিয়ে সোজা টেনে নিয়ে কেরি করে খেলাটা ফুটবল খেলা না। তার জন্য অনেক কৌশল অবলম্বন করা লাগে। আর সে গুলো এমনি এমনি আসে না। রপ্ত করতে হয়। তার অনেকটায় ব্রাজিলীয়ান খেলোয়ারদের মাঝে দেখেছি। তাই ত তাদের খেলাটা বেশি ভাল লাগে।  👌 আমরা সাধারণ দর্শক। খেলা উপভোগ করার জন্য খেলা দেখি। জিতলেই যে ভাল দল, আমাদের কাছে তা নয়। বরং সুন্দর একটা খেলা উপহার দেয়াটা কয়টা দল পারে?