পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সততার ফল

সততার ফল অনলাইনে কাজের সুবাদে বিভিন্ন দেশের মানুষের সাথে এখন কথা বলতে হয় আমার। নিজের দেশের মানুষের মাঝে লক্ষ্য করলাম প্রতারণা করার প্রবণতা বেশি। কিন্তু অন্য দেশের মানুষের মাঝে সেই প্রবণতা নেই। কিন্তু কেন? বাঙ্গালী জাতি পিছিয়ে থাকার কারণ হিসাবে আমি উল্লেখ্য করছি এই প্রতারণা। তারা তাদের জ্ঞানকে ভাল কাজে না লাগিয়ে মানুষকে কিভাবে ঠকানো যায়, সেই চিন্তাতে  মগ্ন থাকে। তারা এটা মনে করে না যে যার সাথে কাজ করছি, তার সাথে প্রতারণা করলে কাজটা এক দিনেই শেষ। আর সততার সাথে কাজ করলে বেশি কাজ পাওয়া যা বে। আর বেশি কাজ পেলে আয় টাও বেশি হবে। প্রতারণা করে একজনের কাছ থেকে কত টাকা হাতিয়ে নেয়া যাবে? 5 হাজার, 10 হাজার বা তার থেকে বেশি হতে পারে। কিন্তু খুব বেশি টাকা না। যদি সততার সাথে কাজ করা যায়, তবে প্রতিনিয়ত কাজ করে বেশি টাকা পাওয়া যায়। বাংলাদেশীদের বলব, প্রতারণা করার মন-মানসিকতা ছাড়ুন, সততার সাথে কাজ করুন। প্রতারণা করে লাভবান হবার থেকে সততার সাথে কাজ করে লাভবান হওয়া যায় বেশি। ফ্যাক্ট: USA এর ক্লাইন্ট Bruce McClaskey কে আমার সততা দেখানোর ফলে তিনি আমার একটা বড় উপকার করেছেন। উনার উপকার আমি ভুলব না।