পোস্টগুলি

অক্টোবর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চিটারী বাটপারি করার মন-মানসিকতা ছেড়ে দিয়ে সততার সাথে বিজনেস করার অনুরোধ

চিটারে ভরে গেছে অনলাইন মার্কেট। সব আমাদের বাংলাদেশি। এদের জন্য আমরা বিদেশী বায়ারদের সামনে মুখ দেখাতে পারি না। নিজে চিটার না হয়েও বিদেশী বায়ারদের কাছে আগেই শুনতে হয় বাংলাদেশীরা চিটার। সামান্য কিছু টাকার জন্য চিটারী করে সম্পর্ক নষ্ট করে এরা। যত টাকা তারা চিটারী করে আয় করে, তা যদি সম্পর্ক রেখে ঠিকমত ব্যবসা করে, তাহলে তার থেকে অনেক টাকা আয় করতে পারত। এই সাধারণ বিষয়টা কি চিটারী বাটপারি করার মন-মানসিকতা নিয়ে ব্যবসায় আসা লোকদের বুদ্ধিতে আসে না? তাদের ত আরও আর একটা বিষয় জেনে রাখা দরকার যে এই কালে যে কর্ম করবে, তার ফল পরকালে গেলেও পাবে। তবে কেন সৎ পথে আয় নয়? আমাদের বাংলাদেশী অনলাইন বিজনেসম্যানকে বলছি- আপনারা চিটারী বাটপারি করার মন-মানসিকতা ছেড়ে দিয়ে সততার সাথে বিজনেস করেন। তাতে লাভ ছাড়া ক্ষতি হবে না। আর বিদেশের মানুষের কাছে আমাদের দেশের বদনাম করবেন না। ধন্যবাদ সবাইকে