পোস্টগুলি

চিটারী বাটপারি করার মন-মানসিকতা ছেড়ে দিয়ে সততার সাথে বিজনেস করার অনুরোধ

চিটারে ভরে গেছে অনলাইন মার্কেট। সব আমাদের বাংলাদেশি। এদের জন্য আমরা বিদেশী বায়ারদের সামনে মুখ দেখাতে পারি না। নিজে চিটার না হয়েও বিদেশী বায়ারদের কাছে আগেই শুনতে হয় বাংলাদেশীরা চিটার। সামান্য কিছু টাকার জন্য চিটারী করে সম্পর্ক নষ্ট করে এরা। যত টাকা তারা চিটারী করে আয় করে, তা যদি সম্পর্ক রেখে ঠিকমত ব্যবসা করে, তাহলে তার থেকে অনেক টাকা আয় করতে পারত। এই সাধারণ বিষয়টা কি চিটারী বাটপারি করার মন-মানসিকতা নিয়ে ব্যবসায় আসা লোকদের বুদ্ধিতে আসে না? তাদের ত আরও আর একটা বিষয় জেনে রাখা দরকার যে এই কালে যে কর্ম করবে, তার ফল পরকালে গেলেও পাবে। তবে কেন সৎ পথে আয় নয়? আমাদের বাংলাদেশী অনলাইন বিজনেসম্যানকে বলছি- আপনারা চিটারী বাটপারি করার মন-মানসিকতা ছেড়ে দিয়ে সততার সাথে বিজনেস করেন। তাতে লাভ ছাড়া ক্ষতি হবে না। আর বিদেশের মানুষের কাছে আমাদের দেশের বদনাম করবেন না। ধন্যবাদ সবাইকে

সততার ফল

সততার ফল অনলাইনে কাজের সুবাদে বিভিন্ন দেশের মানুষের সাথে এখন কথা বলতে হয় আমার। নিজের দেশের মানুষের মাঝে লক্ষ্য করলাম প্রতারণা করার প্রবণতা বেশি। কিন্তু অন্য দেশের মানুষের মাঝে সেই প্রবণতা নেই। কিন্তু কেন? বাঙ্গালী জাতি পিছিয়ে থাকার কারণ হিসাবে আমি উল্লেখ্য করছি এই প্রতারণা। তারা তাদের জ্ঞানকে ভাল কাজে না লাগিয়ে মানুষকে কিভাবে ঠকানো যায়, সেই চিন্তাতে  মগ্ন থাকে। তারা এটা মনে করে না যে যার সাথে কাজ করছি, তার সাথে প্রতারণা করলে কাজটা এক দিনেই শেষ। আর সততার সাথে কাজ করলে বেশি কাজ পাওয়া যা বে। আর বেশি কাজ পেলে আয় টাও বেশি হবে। প্রতারণা করে একজনের কাছ থেকে কত টাকা হাতিয়ে নেয়া যাবে? 5 হাজার, 10 হাজার বা তার থেকে বেশি হতে পারে। কিন্তু খুব বেশি টাকা না। যদি সততার সাথে কাজ করা যায়, তবে প্রতিনিয়ত কাজ করে বেশি টাকা পাওয়া যায়। বাংলাদেশীদের বলব, প্রতারণা করার মন-মানসিকতা ছাড়ুন, সততার সাথে কাজ করুন। প্রতারণা করে লাভবান হবার থেকে সততার সাথে কাজ করে লাভবান হওয়া যায় বেশি। ফ্যাক্ট: USA এর ক্লাইন্ট Bruce McClaskey কে আমার সততা দেখানোর ফলে তিনি আমার একটা বড় উপকার করেছেন। উনার উপকার আমি ভুলব না।

Moner Kotha

 ভবিষ্যৎ চিন্তা দেয়, বতর্মান হাসায় ও কাদায়, আর       অতীত, সে ত সব সময় কষ্ট দেয়।

ফুটবল বিশ্বকাপে আমার ভাল লাগার কথা

ছবি
এ বিশ্বকাপের  সবচেয়ে বেশি শট-২৩ সবচেয়ে বেশি অন-টার্গেট শট-১২ সবচেয়ে বেশি কি-পাস-১৬ সবচেয়ে বেশি ড্রিবলিং-৩৫ সবচেয়ে বেশি ফাউলের শিকার-২৩ যা নেইমারের দখলে!  ব্রাজিল বিরোধিরা বলবে সবই নেইমারের অভিনয়। তার অভিনয়টায় দেখতে পায়। কিন্তু তার ভাঙা অঙ্গ নিয়ে খেলার কৌশলগুলো কারো চোখে পড়ে না। বুটের মাথা দিয়ে পাড়া মারলে, কনুই দিয়ে গুতা মারলে, পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিলে, বুট দিয়ে পায়ে মারলে কতটা ব্যথা লাগে তা যারা ফুটবল খেলে বা খেলেছে, একমাত্র তারাই জানে। ফুটবল খেলাটা একটা আর্ট। পায়ে বল নিয়ে সোজা টেনে নিয়ে কেরি করে খেলাটা ফুটবল খেলা না। তার জন্য অনেক কৌশল অবলম্বন করা লাগে। আর সে গুলো এমনি এমনি আসে না। রপ্ত করতে হয়। তার অনেকটায় ব্রাজিলীয়ান খেলোয়ারদের মাঝে দেখেছি। তাই ত তাদের খেলাটা বেশি ভাল লাগে।  👌 আমরা সাধারণ দর্শক। খেলা উপভোগ করার জন্য খেলা দেখি। জিতলেই যে ভাল দল, আমাদের কাছে তা নয়। বরং সুন্দর একটা খেলা উপহার দেয়াটা কয়টা দল পারে?

<~HOW FUNNY~> Fact of Russia Football World Cup-2018

<~HOW FUNNY~> আ হা রে, এত স্বপ্ন দেখে আর দোয়া করে ভিন্ন দল এবং দলের খেলোয়ারদের নিয়ে আমাদের দেশের আবালদের দল। এই স্বপ্ন ও দোয়া যদি আমাদের দেশের দল ও দলের খেলোয়ারদের জন্য দেখত, তবে দেশ আরও এগিয়ে যেত। যার যে দল বা দলের খেলোয়ারের খেলা ভাল লাগে, সেই দলের বা খেলোয়ারকে সাপোর্ট করব, তাই বলে এত মাতামাতি কিছের জন্য? ফ্যাক্ট : একজন স্ট্যাটাস দিয়েছে, স্বপ্নে দেখলাম মেসি তিন গোল দিয়েছে। ঘুম থেকে উঠেই স্ট্যাটাস লিখলাম। হে আল্লাহ স্বপ্ন যেন সত্যি হয়। মেসি যেন হেট্রিক করে এবং আর্জেন্টিনা যেন জিতে যায়। বিদ্র: যেটা নিয়ে বেশি ভাবা হয়, সেটায় ঘুমের মাঝে স্বপ্ন হয়ে দেখা দেয়।

অনলাইন জগতের বড় নীতি

  অনলাইন জগতের বড় নীতি-  কাজ শেখ, কাজে দক্ষ হও, তারপর কাজ করো। আর কাজ করতে পারলে টাকা

বাস্তব জীবনের অভিজ্ঞতা

ছবি
 বাস্তব জীবনের অভিজ্ঞতা ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; ;;;;;;;;;;;;;;;;;;                  আমার নাম সঞ্জয় কুমার পাল। আমি দীর্ঘ আড়াই বছর (মে/২০১৪ থেকে ডিসেম্বর/২০১৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২য় শস্য বহুমূখীকরণ প্রকল্প (এসসিডিপি) তে "কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ)" পদে উপজেলা কৃষি অফিস, হরিণাকুণ্ডু, ঝিনাইদহে চাকরী করেছি। প্রজেক্টের মেয়াদ শেষ, তাই আজ বেকার। এই আড়াই বছরে যে যে অভিজ্ঞা অর্জন করেছি """""""""""""""'"""""""""""""" """""""""""""""""""""""""""""" """""""""""" ১) ৫০-৬০ জন কৃষকের সামনে দাড়িয়ে কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে